রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের প্রেসিডিয়াম সদস্য পদপ্রাপ্তিতে রাজশাহীর চবিয়ানদের কর্মসূচি
জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামান হেণা’র পুত্র, রাজশাহী সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র ও “রাজশাহী জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”র প্রধান পৃষ্ঠপোষক জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন সম্প্রতি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য (প্রেসিডিয়াম মেম্বার) হিসেবে নিযুক্ত হয়েছেন।
গত ১৯শে নভেম্বর, ২০২১ ইং তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
এই সুসংবাদ প্রাপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেসকল রাজশাহীর ছাত্র-ছাত্রী বর্তমানে পড়াশোনা করছেন তাদের সংগঠন রাজশাহী জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উচ্ছাস প্রকাশ করেছে।
গত ২৮শে নভেম্বর, ২০২১ ইং তারিখে সংগঠনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্ছাস প্রকাশ করে ও কর্মসূচি আয়োজনের ঘোষণা দেয়।
আজ ৩০শে নভেম্বর, ২০২১ ইং তারিখে সংগঠনটির সদস্যবৃন্দের একাংশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার চত্ত্বর, বুদ্ধিজীবী চত্ত্বর ও জয় বাংলা ভাস্কর্য চত্ত্বর পরিচ্ছন্নতা অভিযান চালান। এরপরে সদস্যবৃন্দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপদেষ্টা জনাব মোঃ আলতাফ হোসেন, এসিস্ট্যান্ট প্রফেসর, ফার্সী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; জনাব এ কে এম কৌশিক আহমেদ, প্রভাষক, সঙ্গীত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
সংগঠনের পক্ষ থেকে সকল অতিথিকে সংগঠনের টি-শার্ট উপহার হিসেবে প্রদান করা হয়।
রাজশাহী জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন, চবি এর শিক্ষক উপদেষ্টা জনাব মোঃ আলতাফ হোসেন তার বক্তব্যে বলেন, “আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও উল্লাসিত। উনার উত্তোরত্তর সাফল্য কামনা করি আমরা সবাই।”
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, “চট্টগ্রাম থেকে এতো দুরের জেলা রাজশাহী কিন্তু তারপরেও এই ক্যাম্পাসে তাদের দৃপ্ত পদচারণা সত্যিই প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাই ও এই সংগঠনের প্রতি রইলো আমার সম্মান, ভালবাসা ও শুভকামনা।”
রাজশাহী জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন, চবি’র সাধারণ সম্পাদক মোঃ তানভীর কায়সার অনিন্দ্য জানান, “আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের রাজশাহীবাসী ও এই সংগঠনের প্রাণপুরুষ। উনি মেয়র হয়ে বদলে দিয়েছেন আমাদের রাজশাহী। এখন অবশ্যই উনার প্রজ্ঞা ও মেধার ফলে বাংলাদেশ আওয়ামীলীগ উপকৃত হবে।”