আজকের রাশিফল ।। বে অব বেঙ্গল নিউজের ধারাবাহিক অনুচ্ছেদ
তো চলুন জানিয়া নেওয়া যাক আপনার আজকের রাশিফল ও গ্রহ-নক্ষত্র কি বলিতেছে-
মেষ রাশির আজকের রাশিফল:
কোনো কাজে ইতিবাচক প্রস্তাব পাইতে পারেন। সঠিক প্রচেষ্টায় কাজের অগ্রগতি হইবে। আয়ের ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ। বকেয়া টাকা আদায় হইতে পারে। আত্মবিশ্বাস বাড়ান।
বৃষ রাশির আজকের রাশিফল:
পরিবারের উন্নতির জন্য প্রচেষ্টা সফল হইবে। দেহ-মনে হারানো শক্তি ফিরিয়া আসিবে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে আগাইতে পারেন। বিতর্ক এড়াইয়া চলুন।
মিথুন:
কোনো সুযোগ অযাচিতভাবে আসিতে পারে। ব্যবসায় জটিলতা দূর হইবে। পরিবেশ অনুকূলে থাকিবে। অন্যের উপকার করিয়া আনন্দ পাইবেন। স্বাস্থ্যবিধি মানিয়া চলুন।
কর্কট:
আকস্মিক কোনো সুযোগ আসিতে পারে। অর্থ অপচয় হইবে। স্বজন বিষয়ে উদ্বেগ থাকিবে। অবহেলার কারণে সুযোগ হাত ছাড়া হইতে পারে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করিবেন নাহ।
সিংহ:
ব্যবসায় শুভ পরিবর্তন ললক্ষ্যনীয়। অর্থের ঘর শুভ। বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হইবে। প্রেম-প্রণয়ে সুসময়। ইতিবাচক মনোভাব সুফল আনিবে।
কন্যা:
নতুন কাজের সন্ধান ও উপার্জন বৃদ্ধির সুযোগ রহিয়াছে। শরীর ভালো থাকলেও যত্নের প্রয়োজন। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।
তুলা:
আপনার কাজে অন্যদের উৎসাহিত করিতে পারিবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়িবে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাইবেন। ভ্রমণ শুভ।
বৃশ্চিক:
কাজের পরিবেশ মাঝেমধ্যে প্রতিকূল হলেও ক্ষতিকর হইবে নাহ। লাভজনক কাজ হাত ছাড়া হইয়া যাইতে পারে। প্রিয়জনের মন রক্ষা করিয়া চলুন।
ধনু:
অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। আর্থিক লেনদেন ও কেনাকাটায় নতুন সুযোগ সৃষ্টি হইতে পারে। যৌথ বিনিয়োগে অর্থ লগ্নি করিলে লাভবান হইবেন।
মকর:
কিছুটা মানসিক চাপ থাকিবে। ব্যবসায় কিছু পরিবর্তনের কথা ভাবিতে পারেন। বিপর্যয়ের মোকাবেলায় পরিকল্পনা গ্রহণ করিতে হইবে। চিন্তা ও কাজে গতিশীল হইতে হইবে।
কুম্ভ:
আপনার উদ্যোগে বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ পাইবেন। কোনো বন্ধুর সহায়তায় পরিকল্পনায় অগ্রগতি হইবে। মন নিয়ন্ত্রণে রাখুন।
মীন:
কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়িবে। কোনো যোগাযোগ সার্থক রূপ নিতে পারে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাইবেন। পেশাগত দিক ভালো যাইবে। কাজে মনোযোগ দিন।