‘রাম সেতু’ ছবি নিয়ে আদিত্যনাথের সাথে সাক্ষাৎ করেন অক্ষয়।
লভারতের উত্তর প্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি অনলাইন এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, মুম্বাইয়ের ট্রিডেন্ট হোটেলে আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করেন অক্ষয়। তাঁরা রাতের খাবার খান।
আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎকালে অক্ষয়ের পরবর্তী সিনেমা ‘রাম সেতু’ নিয়ে দুজনের মধ্যে আলাপ হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।
‘রাম সেতু’ সিনেমাটি পরিচালনা করবেন অভিষেক শর্মা।
প্রযোজক রাহুল মিত্র জানিয়েছেন, বলিউডের চলচ্চিত্র নির্মাতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার আদিত্যনাথের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে রাজ্যে প্রস্তাবিত ফিল্ম সিটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা।
গত সেপ্টেম্বরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী রাজ্যের নইডায় একটি ফিল্ম সিটি স্থাপনের উচ্চাভিলাষী পরিকল্পনা প্রকাশ করেন। চলচ্চিত্র নির্মাণের জন্য রাজ্যে আসতে চলচ্চিত্র–সংশ্লিষ্টদের প্রস্তাব দেন তিনি।
মো ইমাম হোসেন আসিফ
স্টাফ রিপোর্টার। বিবিএন।