সকল সংবাদ

রাবিতে আরও মর্টার শেল ও রকেট লাঞ্চার উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরও দুইটি মর্টার শেল ও একটি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়েছে।
রাবিতে আরও মর্টার শেল ও রকেট লাঞ্চার উদ্ধার
রাবিতে আরও মর্টার শেল ও রকেট লাঞ্চার উদ্ধার
শুক্রবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাবির বধ্যভূমি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার একই জায়গা থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন,  শুক্রবার দুইটি মর্টার শেল ও একটি রকেট লাঞ্চার পাওয়া গেছে।

পুলিশ ও র‍্যাবকে খবর দেওয়া হয়েছে। পুলিশ উপস্থিত হয়ে এগুলো সংরক্ষণ করছে।

তিনি আরো বলেন, গোটা বধ্যভূমি এলাকায় আমরা অভিযান চালনোর চিন্তা করছি। ধারণা করা যাচ্ছে, এসব এলাকায় আরো অস্ত্র, গোলা বারুদ, মর্টার শেল থাকতে পারে।

প্রসঙ্গত, পাকিস্তানি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ও টর্চার সেল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হল। রাবিতে উদ্ধার হওয়া সবগুলো মর্টার শেল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার।

বর্তমানে বধ্যভূমি এলাকায় পুকুর খনন করা হচ্ছে। পানি মাটি খোঁড়ার সময় এসব উঠে এসেছে বলে অনেকের ধারণা।
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ