যশোরে ভারত পাচারের সময় ১১ মণ ইলিশ জব্দ…
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে যশোরের শার্শা সীমান্তের গোগা গ্রাম থেকে ভারত পাচারের সময় ১১মণ ইলিশ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ। কিন্তু কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে ৪৬০ কেজি (সাড়ে ১১ মণ) ইলিশ মাছ জব্দ করা হয়। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা।
জব্দকৃত মাছগুলো গোগা গ্রামের একটি এতীম খানায় দান করা হয়েছে বলেও জানান তিনি।
এমএইচ/ বিবিএন/ স্টাফ রিপোর্টার।