সকল সংবাদ

যশোরে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩…

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

যশোরে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩...
প্রতীকী চিত্র।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা উপজেলার শালকোনা সীমান্ত থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

এব্যাপারে বিজিবি জানায়, মাদক পাচার সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। পরবর্তীতে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে শার্শা শালকোনা সীমান্তে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মেহেদী হাসান (১৯), রিয়াদ হোসেন (২২) ও সবুজ হোসেন ( ২৮)। তাদের সকলের বাড়ি শার্শা উপজেলার শালকোনা গ্রামে।

এছাড়া এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে।

ওয়াইএইচ / বিবিএন।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *