মোবাইল নিয়ে বাবার সঙ্গে ঝগড়া অতঃপর আত্মহত্যা স্কুল ছাত্রীর
মোবাইল নিয়ে বাবার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেন চট্টগ্রাম পাচঁলাইশ থানা এলাকায় চামেলি ভৌমিক (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী।
মঙ্গলবার ১৯ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার টুপিওয়ালা পাড়ায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, মৃত চামেলি ভৌমিক ওই এলাকার স্বপন ভৌমিক এর মেয়ে।চামেলি নগরীর বাকলিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
মোবাইল নিয়ে বাবার সঙ্গে ঝগড়া করে এবং রাগারাগি করে একপর্যায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কিশোরী চামেলি ভৌমিক।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান,কিশোরী চামেলি ভৌমিকের মরদেহ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মো ইমাম হোসেন আসিফ /বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news