মোগলটুলী স্কুল ফটকের নামফলক মুছে দিল বিএনপি নেতাকর্মীরা
রাজধানীর বংশালে মোগলটুলী উচ্চ বিদ্যালয়-এর প্রধান ফটকের নামফলক মুছে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এসময় দলটির নেতা ইশরাক হোসেন ও হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটির নামকরন করা হয় জিয়াউর রহমানের নামে। সম্প্রতি সিটি কর্পোরেশন এর নাম পাল্টে রাখে মোগলটুলী উচ্চ বিদ্যালয়।
এর প্রতিবাদে ঝটিকা মিছিল করে স্কুলটির সামনে আসেন বিএনপি নেতাকর্মীরা এবং কাল রঙে মুছে দেয় বর্তমান নামফলক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে রুখে দেওয়ার হুমকিও দেন তারা।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ / bay of bengal news / bbn / বিবিএন