মেহেরপুরের সমাজসেবা অফিসের মাঠকর্মীকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে সমাজসেবা অফিসের পৌর শাখার মাঠকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এ ব্যাপারে পুলিশ জানায়, গতরাত এগারোটার দিকে থানাপাড়ার একটি চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন ফারুক। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি তবে অপরাধীদের ধরতে একাধিক টিম কাজ করছে বলে জানায় পুলিশ।
এছাড়াও এ ব্যাপারে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী গণমাধ্যমকে বলেন, আমরা এ ব্যাপারে ডিবির ডেডিকেটেড একটি টিমকে কাজে লাগিয়েছি। কিন্তু এ ব্যাপারে স্পষ্ট কিছু আসলে এখন বলতে পারছিনা।
তিনি আরো বলেন, আমরা গভীরভাবে তদন্তের মাধ্যমে এর রহস্য উদঘাটন করতে সক্ষম হব।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ / Bay of Bengal news