মৃত্যুদণ্ড কখনোই ধর্ষণের প্রকৃত সমাধান হতে পারে না: ডা. জাফরুল্লাহ
অপরাধীকে মৃত্যুদণ্ড কখনোই ধর্ষণের প্রকৃত সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
১৩ ই অক্টোবর (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ধর্ষণের মতো অপরাধ ঠেকাতে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন তিনি। আর জনগণকে রাজপথে নেমে সরকার পতনের আহ্বান জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মাহমুদুর রহমান মান্না এ ব্যাপারে বলেন, ওই ক্ষমতা যারা চালান, যারা শাসক, যারা শাসন করেন সেটা যতক্ষণ না পর্যন্ত বদলাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধর্ষণ, গুম, খুন সহ অন্যান্য অপরাধ বন্ধ হবে না।
এছাড়া ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ধর্ষণের প্রকৃত প্রতিকার হল ন্যায় বিচার। এসব যদি বন্ধ করতে হয় আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ / Bay of Bengal news