মুজিবর্ষে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে প্রতিশ্রুত পাকা ঘর তৈরি করছে কক্সবাজার জেলা প্রশাসন
মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে প্রতিশ্রুত পাকা ঘর তৈরির কাজ এগিয়ে চলছে কক্সবাজার জেলায়।
আজ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রামু উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, পেকুয়া উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব), কক্সবাজার। একই দিনে বানৌজা ঘাটি শেখ হাসিনার জন্য জমি অধিগ্রহণ প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করা হয়। এছাড়াও চকরিয়া উপজেলার চিড়িংগা ইউনিয়ন ভূমি অফিস ও পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের নির্মান কাজও পরিদর্শণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি), পেকুয়া এবং চেয়ারম্যান, মগনামা ইউনিয়ন পরিষদ, উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগে, মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কার্যক্রম শুরু
• ‘ক’ ও ‘খ’ দুই ক্যাটাগরিতে সর্বমোট ৮ লাখ ৮৫ হাজার ৬২২ পরিবারকে ঘর নির্মাণ করে দেবে সরকার।
• ঢাকা, রংপুর, বরিশাল বিভাগে ২৪ হাজার ৫৩৮টি পরিবারকে ঘর নির্মাণ করে দিবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্প।
• রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ২০ হাজার ৩৭৩টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।
• চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম-২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের আওতায় ১৪ হাজার ৮৯২টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।
এসি/ বে অব বেঙ্গল নিউজ /স্টাফ রিপোর্টের