মুক্তি পেয়েছে চট্টগ্রামের ছেলে হাসান শান্তের “হাত বাড়িয়ে” শিরোনামের একটি মিউজিকাল ফিল্ম
“মেজবানি ভালোবাসা” দিয়ে শুরু। এরপর বেশ কয়েকটা গান অনলাইন মাধ্যমে মুক্ত হয়। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তরুণ বয়সে সুনাম কুড়ালেও, সঙ্গীতশিল্পী হিসেবে আবারো দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।
পড়ছেন চট্টগ্রামের ছেলে হাসান শান্তের কথা। ১০ জানুয়ারী ইউটিউবে মুক্তি পেয়েছে “হাত বাড়িয়ে” শিরোনামের একটি মিউজিকাল ফিল্ম। গানটির কথা, সুর, সঙ্গীত তারই করা এবং গেয়েছেনও তিনি।
যাত্রী মাল্টিমিডিয়ার প্রোডাকশনে নির্মিতি এই মিউজিকাল ফিল্মে অভিনয় করেছেন রাজশ্রী, আল আমিন, ইভান ফাহিম এবং আবদুল্লাহ ফাহিম। ত্রিভুজ প্রেম নিয়ে নির্মিত এবং ফিল্মটির নির্মাতা হাসান শান্ত দর্শক প্রতিক্রিয়া নিয়ে বেশ আশাবাদি। হাসান শান্তের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।