পাঁচলাইশে নৌকার প্রচারণায় মুক্তিযুদ্ধ মঞ্চ
আগামী ২৭শে জানুয়ারি আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ রেজাউল করিম চৌধুরীর নৌকার সমর্থনে প্রচারণা চলেছে পাঁচলাইশে। মুক্তিযুদ্ধ মঞ্চের সংগঠক ও থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ এই প্রচারণা চালান।
বুধবার বিকাল ৩ টা থেকে পাঁচলাইশে মোহাম্মদ আবছার উদ্দীন আতিকের নেতৃত্বে এই প্রচারণা চলে।
এতে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবছার উদ্দীন আতিক, ৩নং ওয়ার্ড় ছাত্রনেতা আায়াত, আবির, বাবু, হাসনাইন, আশফাক, রাকিব, সাকিব, আবির, তানভির ও প্রমুখ।
এসময় তারা নগরীর পাঁচলাইশ ৩নং ওয়ার্ড (খোন্দাকারাবাদ, সালেহ্ নগর, হাজীরপুল অংশবিশেষ) এলাকায় নৌকার প্রচারণা চালান।