সারাদেশ

মামুনুল হক ফের পাঁচ দিনের রিমান্ডে

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে পৃথক দুই মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামুনুল হক ফের পাঁচ দিনের রিমান্ডে
মামুনুল হক ফের পাঁচ দিনের রিমান্ডে

মঙ্গলবার (৪ মে) এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত।

সাতদিনের রিমান্ড শেষে মামুনুল হককে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা পৃথক দুই মামলায় তদন্ত কর্মকর্তা মামুনুলের ১৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে মামুনুলের দুই মামলায় মোট পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত।

এর আগে গত ২৬ এপ্রিল মামুনুলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত।

জানা গেছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের সময় ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চারটি মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বাকি ৪৯টি মামলার মধ্যে ৩২টি মামলা এখনও থানা পুলিশের কাছে তদন্তাধীন। এছাড়া বাকি ১৭টি মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তদন্তভার হস্তান্তর করা হয়েছে।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের মামলা ছাড়াও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সূত্র ধরে সহিংসতার ঘটনায় রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল ও পল্টন থানার পাঁচটি মামলায় মামুনুল হকের নাম রয়েছে।

গত ১৮ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করেন।

 
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ