প্রথম বাণিজ্যিক জাহাজ মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে
মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে ভিড়ল প্রথম বাণিজ্যিক জাহাজ। জাহাজটির নাম এমভি ভেনাস ট্রায়াম্প। পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি সফলভাবে ভিড়েছে মাতারবাড়ী বন্দর জেটিতে।
বন্দরের নিজস্ব দুইজন সিনিয়র পাইলটের নেতৃত্বে শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারী-৮’ এর সহায়তায় জাহাজটি মঙ্গলবার সকাল ১০টায় জেটিতে আনা হয়। ভোর সাড়ে ৫টার দিকে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম বাণিজ্যিক জাহাজ মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে।
বন্দর সূত্র জানায়, এ জাহাজে ৩১৩ প্যাকেজে ৭৩৬ টন স্টিল স্ট্রাকটার আনা হয়েছে উন্নয়ন প্রকল্পের জন্য। এর মধ্যে রয়েছে বিম, কলাম, গার্ডার, টাওয়ার ইত্যাদি। জাহাজটির স্থানীয় এজেন্ট অ্যানসাইন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেড।
স্থানীয়রা এ প্রসঙ্গে বলেন, প্রথমবারের মতো
মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে
ভিড়েছে প্রথম মালবাহী ভেনাস ট্রায়াম্প নামে
জাহাজটি। অর্থনৈতিক চাকা ঘুরবে এ অঞ্চলে।বিজয়ের মাসে কুতুবদিয়া-মহেশখালী বাসীর জন্য আরেকটি বিজয়।
বলেন,
বে অব বেঙ্গল নিউজ /BAY OF BENGAL NEWS