সকল সংবাদ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মাগুরা-যশোর মহাসড়কের মঘি এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ বাসযাত্রী।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
দুর্ঘটনাস্থলের চিত্র। (সংগৃহীত)

দুর্ঘটনাটি শুক্রবার (১৮ সেপ্টম্ববর) দুপুর দেড়টার দিকে ঘটে। দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে জানা যায় আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া যশোর ও মাগুরা দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার কারণে যশোর-খুলনা মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।  

ঘটনার ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, বরিশাল থেকে চাকলাদার পরিবহনের একটি বাস যশোর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।  

ওয়াই / বে অব বেঙ্গল নিউজ।

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *