মাগুরার শ্রীপুরে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী পেলো ৫ শত পরিবার
মোঃ রাব্বি হোসেন সৌমিকঃ মাগুরার শ্রীপুরে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর ও করোনা মহামারীর কারণে উপজেলা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫০০ জন দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মে) সকাল ১০ টায় উপজেলা সদর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধায়নে শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বেরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধী মেনে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, শ্রীপুর থানার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্য প্রমুখ।