মসজিদে এসি বিষ্ফোরণঃ আহতদের উন্নত চিকিৎসা চলছে
নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অন্তত চল্লিশ জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের জামাত চলাকালে এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে, তাৎক্ষণিকভাবে তাদের কারোরই পরিচয় পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন সাংবাদিকদের বলেন,
‘এসি বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহত ও দগ্ধের সংখ্যা বাড়তে পারে।’
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।
ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, ‘ নামাজে প্রায় ৮০ জনের মতো মুসল্লি অংশ নিয়েছিলেন। পরে এসি বিস্ফোরণে অনেকেই আহত হন। বিস্ফোরণে দগ্ধদের শরীরের ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে।’
এমসিএম/ বে অব বেঙ্গল নিউজ/ স্টাফ রিপোর্টার।