বেনাপোল সীমান্তে পাঁচটি পিস্তল ও সাত রাউন্ড গুলি জব্দ
যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী মাঠে থেকে পাঁচটি পিস্তল ও সাত রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১১ মে) ভোরের দিকে পুটখালী সীমান্তের মাঠের মধ্যে থেকে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ সব অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
উদ্ধার অস্ত্রের মধ্যে- একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, তিনটি দেশীয় ওয়ান শুটারগান পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, সোমবার (১০ মে) দিনগত রাতে পুটখালী সিমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্রের চালান বাংলাদেশ প্রবেশ করবে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।
একপর্যায়ে মঙ্গলবার ভোরে এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
এ সময় ওই ব্যক্তির গতিরোধ করলে তার সঙ্গে থাকা ব্যাগটি ফেলে ভারতে পালিয়ে যান। পরে ব্যাগটি থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, তিনটি দেশীয় ওয়ান শুটারগান, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।