শিক্ষাঙ্গণ

পেছানো হয়েছে বুয়েটের ভর্তি পরীক্ষা

ঢাকাঃ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।
পেছানো হয়েছে বুয়েটের ভর্তি পরীক্ষা
পেছানো হয়েছে বুয়েটের ভর্তি পরীক্ষা
প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন ও ১ জুলাই।

সেখানে ১০০ নম্বরের এমসিকিউ থাকবে। আসন সংখ্যা ১২১৫।

বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১০ জুলাই।
মঙ্গলবার (১১ মে) বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

এর আগে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয় বুয়েট থেকে।

চার শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়ার কথা ছিল ৩১ মে ও ১ জুন।

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ