বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা সহ নিকের সঙ্গে বয়সে বড় সব তারকার সম্পর্ক ছিলো
বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মার্কিন গায়ক নিক জোনাসকে দেখা যায় ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় । এরপর থেকে প্রিয়াঙ্কা-নিক জুটির প্রেমের গুঞ্জন শুরু হয়। কিছুদিনের মধ্যে গুঞ্জন বাস্তবে রূপ নেয়।
মার্কিন গায়ক নিকের চেয়ে প্রায় ১১ বছরের বড় বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। শত শত তরুণের পছন্দের নায়িকা প্রিয়াংকা ২০১৮ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন মার্কিন নায়ক নিক। মঙ্গলবার (১ ডিসেম্বর) তারা দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ করলেন এই প্রেমিক যুগল।
ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে ব্যক্তিগত জীবন বেশ ভালো উপভোগ করছেন মার্কিন গায়ক নিক জোনাস। কিন্তু প্রিয়াঙ্কা ছাড়াও নিকের জীবনে আরো বেশ কজন নারী এসেছিলেন, তারাও নিকের চেয়ে বয়সে বড় ছিলেন বলে জানা গেছে।
গায়িকা মাইলি সাইরাস ও সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর অস্ট্রেলিয়ান গায়িকা ডেল্টা গুডরেমের প্রেমে পড়েন নিক জোনাস। তার সঙ্গে নিকের বয়সের ব্যবধান ছিল ৮ বছর। ২০১২ সালে সম্পর্কের ইতি টানেন তারা। ‘এমিলি ইন প্যারিস’ খ্যাত মার্কিন অভিনেত্রী লিলি কলিন্সের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল নিকের। তখন লিলির বয়স ছিল ২৯ আর নিকের ২৬ বছর।
মার্কিন অভিনেত্রী কেট হাডসনের সঙ্গে গড়ে উঠেছিল নিকের প্রেমের সম্পর্ক। তা নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। নিকের থেকে ১৪ বছরের বড় কেট। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যমে নিক বলেছিলেন—আমাদের সম্পর্ক অত্যন্ত সুন্দর ছিল। কেটকে আমি প্রচন্ড সম্মান করি। কারণ সে অসাধারণ মনের মানুষ।
মার্কিন সংগীতশিল্পী রিটা ওরার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নিক। যদিও এ বিষয়ে কখনো মুখ খুলেননি নিক কিংবা রিটা। কিন্তু একটি ওপেন সিক্রেট হলো—‘হোয়াট ডু আই মিন টু ইউ’ শিরোনামে নিক জোনাস যে গানটি লিখেছিলেন, তা রিটাকে উৎসর্গ করা। গানটিতে রিটার নামও উল্লেখ ছিল। রিটাও নিকের চেয়ে দুই বছরের বড়।
মো ইমাম হোসেন আসিফ
স্টাফ রিপোর্টার / বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news / বিবিএন।