বিশাল মুজিব
সুকুমার বড়ুয়া
বিশাল মুজিব
সুকুমার বড়ুয়া
মুজিবের বুকে অস্ত্র চালিয়ে
দু’হাত রাঙিয়ে খুনে,
খুনিরা অবাক আকাশে-বাতাসে
বজ্রকণ্ঠ শুনে।
সাড়ে সাত কোটি মানুষের নেতা
দ্বিগুণ জনতা আজ,
স্বদেশে-বিদেশে সবার চিত্তে
জীবন্ত মহারাজ।
সােনার বাংলা সােনার মানুষে
একদিন যাবে ভরে,
স্বাধীন স্বদেশে পিতার স্বপ্ন
পৌঁছাবে ঘরে ঘরে।