বাস ভাড়া বেশি আদায় ও স্বাস্থ্যবিধি না মানায় অভিযান,জরিমানা…
সরকার ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী,মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গণপরিবহনে ভাড়া তদারকি এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ সংলগ্ন বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, সরকার ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী যাত্রীদের কাছ থেকে আগের মতো ভাড়া আদায় করা হচ্ছে কি না- তা তদারকি করতে অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া, “এই সময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চালক-হেল্পাররা বাসে যাত্রী বহন করছেন কিনা- সেই বিষয়টিও পর্যবেক্ষণ করেন ভ্রাম্যমাণ আদালত। “
তিনি আরো বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটে বাস ভাড়া আগের চেয়ে বেশি আদায়, কোনো কোনো পরিবহনে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া যায় অভিযানে।
ইতিমধ্যে, “এইসব অভিযোগ আমলে নিয়ে ৪টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বাকিদের সতর্ক করা হয়।”
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।