চট্টগ্রাম

বান্দরবানে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেছে সেনাবাহিনী

বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার উন্ডিপাড়া থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।
বান্দরবানে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেছে সেনাবাহিনী
বান্দরবানে বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করেছে সেনাবাহিনী
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের অভিযানে এ বিপুল পরিমাণ চোরাই কাঠ জব্দ করা হয়।
সূত্রে জানা যায়, আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার পয়েন্টের উন্ডিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গামারী, গর্জনসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মূল্যবান চোরাই কাঠ জব্দ করা হয়।

পরে আলীকদমের তৈন রেঞ্জ কর্মকর্তাকে হস্তান্তর করা হয় জব্দকৃত এসব চোরাই কাঠ।

আলীকদমের তৈন রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দীন মিনার জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের জানানোর পর আমরা আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার উপস্থিত হই।

সেখানে গহীন পাহাড়ের নিচ থেকে পাঁচটি গাড়িযোগে জব্দকৃত কাঠগুলো আলীকদমের তৈন রেঞ্জ অফিসে আনার ব্যবস্থা করি। জব্দকৃত কাঠগুলোর বাজারমূল্য ৭-৮ লাখ টাকা হতে পারে।
প্রসঙ্গত, বান্দরবানের থানচির রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে থানচি থেকে বান্দরবান সড়কপথে গাছ পরিবহনের সকল পারমিট বন্ধ করে দেয় বান্দরবান বন বিভাগ।

পরে চোরাই কাঠ ব্যবসায়ীরা থানচির রিজার্ভ ফরেস্টের এসব কাঠ বান্দরবান সদরে না এনে থানচি-আলীকদম সড়কপথে আলীকদম হয়ে লামা দিয়ে বিভিন্নস্থানে পাচার হয়।

বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ