বাঁশখালীতে ধান কাটা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় ধান কাটা নিয়ে সংঘর্ষে গোলাগুলিতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বাদামতলী এলাকায় ধান কাটা নিয়ে কেন্দ্র করে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
গুলিতে আহতরা হলেন, মো. শাহ আলম (৬০), মো. আবু সালেম (৩৫), মো. মোজাহের (৬০) ও আব্দুল আলিম (১৬)
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হোসাইন মাঝি ও সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিনের। শনিবার সকালে কামাল উদ্দিনের লোকজন ওই জমিতে পাকা ধান কাটা শুরু করলে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে গুলি করেন হোসাইন মাঝি। এতে চারজন গুলিবিদ্ধ হন।
আহতদের হাসপাতালে আনায়কারী মো. ইকবাল জানান, কৃষি জমি নিয়ে বাদাতমতলী এলাকার হোসেন মাঝি ও মো. শাহ আলমের সঙ্গে বিরোধ ছিল।
স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে এ বিরোধ সমাধান করলে মো. শাহ আলম জায়গাটি পায়। চেয়ারম্যানের আদেশে জমিতে চাষাবাদ করে শাহ আলম।
আজ সকালে ধান কাটতে গেলে হোসেন মাঝি গুলি চালালে এতে চারজন গুলিবিদ্ধ হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।