বলিউড তারকা সঞ্জয় দত্ত ক্যান্সারের সাথে যুদ্ধে জয়লাভ করেছেন…
বুধবার বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা সঞ্জয় দত্ত যমজ সন্তান ইকরা ও শাহরানের ১০ বছরের জন্মদিনে এক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি স্টেজ ফোর ক্যানসারের যুদ্ধে জয়ী হয়েছেন।
এছাড়াও অনুরাগী ও শুভাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে তার পাশে থাকা এবং প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হন অভিনেতা সঞ্জয় দত্ত।এই সময় মনোবল ও ব্যক্তিত্ব একটুও দুর্বল হয়নি তার। বরং নিজেই বলেন, ‘শিগগিরই ক্যানসারকে হারিয়ে ফিরব।’
অবশেষে বুধবার এক টুইট বার্তায় ভক্তদের ক্যান্সার যুদ্ধে জয়ী হওয়ার সুখবর জানিয়েছেন সঞ্জয় দত্ত।
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত তার টুইট বার্তায় জানান, ‘শেষ কয়েকটা সপ্তাহ আমার এবং গোটা পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। আজ আমার সন্তানদের জন্মদিনে আমি খুব আনন্দিত- এই যুদ্ধে আমি জয়লাভ করতে পেরেছি এবং ওদের সেরা উপহার দিতে পেরেছি- আমার পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার জন্য সবাইকে ধন্যবাদ’।
‘আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাইব- কোকিলাবেন হাসপাতালের ড. সেওয়ান্তি এবং তার চিকিৎসক, নার্স ও গোটা মেডিকেল টিমকে। যারা গত কয়েক সপ্তাহ ধরে আমার খেয়াল রেখেছেন। আমি সত্যি কৃতজ্ঞ এবং ধন্য’।
সঞ্জয়ের শেষ ছবি ছিল সড়ক-২। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় এই ছবিটি। আপতত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন এ তারকা। আগামী মাসেই শুরু হবে ছবিটির শুটিং।
এসি/বে অব বেঙ্গল নিউজ/স্টাফ রিপোর্টার।