আন্তর্জাতিক

বর্ণবাদ বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রে সহিংস বিক্ষোভ এখনও অব্যাহত

বর্ণবাদ বিরোধী আন্দোলনে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে এখনও উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা। মঙ্গলবার রাতে ব্রুকলিন সেন্টারে জড়ো হন বিক্ষোভকারীরা।

এসময় পুলিশ বাধা দিলে মারমুখি হয়ে ওঠেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। দু’দিন আগে, ডন্টে রাইট নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন। ওই ঘটনাকে বর্ণবাদী হামলা আখ্যা দিয়ে শুরু হয় বিক্ষোভ।

যদিও এ ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন পুলিশ প্রধান। সাংবাদিকদের তিনি জানান, হামলাকারী পুলিশ কর্মকর্তা ইলেকট্রিক শক দেয়ার যন্ত্র ব্যবহার করতে গিয়ে ভুলে পিস্তলের গুলি চালিয়েছেন। পুলিশ প্রধানের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহত রাইটের পরিবার।

বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ