বরিশালে শিক্ষকের প্রহারের অপমানে তৃতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, শিক্ষকের বিরুদ্ধে মামলা…
বরিশালে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন স্বজনরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলাটি করেছেন স্কুল ছাত্রীর বাবা সুমন মিয়া। নুশরাত জাহান নোহা (৯) আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া দারুল ফালাহ প্রি ক্যাডেট একাডেমির ছাত্রী ছিলেন৷
জানা যায়, গত এক সপ্তাহ আগে স্কুলটিতে ক্লাস শুরু করে কর্তৃপক্ষ। পরে বাধ্য হয়ে নোহা স্কুলে যাওয়া শুরু করে। এরপর গত ৫ সেপ্টেম্বর স্কুলে মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হলে এতে নোহা অকৃতকার্য হওয়ায় সহকারী শিক্ষক শফিকুল নোহাকে ক্লাস রুমে নিয়ে অন্য শিক্ষার্থীদের সামনে লাঠি দিয়ে মারধর ও গালিগালাজ করেন।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে সহপাঠীদের সামনে মারধর করার কারনে সে লজ্জায় আত্মহত্যা করেছে।
এ বিষয়ে তিনি আরো জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি আইনি কার্যক্রম চলমান রয়েছে।
ওয়াইএইচ / বিবিএন।