চট্টগ্রামসকল সংবাদ

বঞ্চনা থেকেই প্রতিরোধের শক্তি নিয়েছেন বঙ্গবন্ধুঃ আ জ ম নাছির উদ্দীন

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ৩১ আগষ্ট সোমবার চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় প্রধান বক্তার বক্তব্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, পাকিস্তানির আঘাত,শোষণ,নিপীড়নকে এগিয়ে চলার অদম্য উৎসাহ হিসেবে নিয়েছিলেন এই মহামানব। বঞ্চনা থেকেই প্রতিরোধের শক্তি সঞ্চার করেছিলেন মুজিব। বীর বাঙালিকে সাথে নিয়ে তিনি তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে গেছেন। জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতার পরাজিত শক্তি। মুজিব আজ বাংলার কোটি মানুষের মাঝে ছড়িয়ে রয়েছেন। মুজিব মানে সংগ্রাম, মুজিব মানে শোষিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর।


তিনি আরো বলেন, বর্বর পাকিস্তানি শাসক গোষ্ঠী দীর্ঘ ২৪টি বছরের শাসনামলে বাঙালির শৌর্য,সম্পদ,ঐতিহ্য,ইতিহাস ধংসের খেলায় মেতে উঠেছিল। এই অন্যায়,অনিয়মের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেয়ার কারণে ২৪ বছরের মধ্যে ১৪ বছরই পাকিস্তানিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারান্তরীণ করে রেখেছিল। সেদিন সাড়ে সাত কোটি বাঙালির মুখে হাসি ফোটাতে, পৃথিবীর মানচিত্রে একটি নতুন দেশের জন্ম দিতে গিয়ে বঙ্গবন্ধুকে বিসর্জন দিতে হয়েছে নিজের পরিবার-পরিজন,সুখ-স্বাচ্ছন্দ্য সবকিছু। তবুও তিনি পিছু হটেন নি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহবায়ক মো এয়াকুবের সভাপতিত্ব ও সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফর আলী, জাতীয় শ্রমিক লীগ পতেঙ্গা হালিশহর শিল্পাঞ্চল সভাপতি মো ইউনুস, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসিক ইউনিয়নভুক্ত চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশন সভাপতি মো আলমগীর, মহানগর শ্রমিক লীগের সহসভাপতি কামাল উদ্দিন চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাস, চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশন সাধারণ সম্পাদক শাহ আলম ভুঁইয়া, চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইয়াসির আরাফাত, চট্টগ্রাম অটো রিকশা অটো টেম্পো শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, চট্টগ্রাম হকার লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রনি, শ্রমিক নেতা ওসমান গণি, জাহাঙ্গীর বেগ,মো মহিউদ্দিন, মো আলমগীর প্রমুখ।

বিবিএন/আরসি

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *