বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর মাধ্যমে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের মান পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেন্টার উদ্ভোধন
বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর মাধ্যমে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারের মান পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রধান কার্যালয়ে স্থাপিত নবনির্মিত মনিটরিং সেন্টার উদ্ভোধন।
আজ ২৫ নভেম্বর ২০২০ (বুধবার) বেলা ১১.০০ ঘটিকায় বিএসসিএল প্রধান কার্যালয়ে স্থাপিত নবনির্মিত মনিটরিং সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব আসাদুজ্জামান খান এম.পি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিশেষ অতিথি হিসেবে জনাব মোস্তাফা জব্বার, মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় উপস্থিত ছিলেন।