ফুটবলখেলাধুলাচট্টগ্রাম

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অনুর্ধ-১৭) ও বালিকা (অনুর্ধ-১৭) শুরু হয়েছে।

আজ ১৭ জুন বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্ট দুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বঙ্গবন্ধু বালক (অনুর্ধ-১৭) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চন্দনাইশ উপজেলা দল ২-০ গোলে সাতকানিয়া উপজেলা দল হারিয়েছে। অন্যদিকে, বঙ্গমাতা বালিকা(অনুর্ধ-১৭) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডবলমুরিং থানা দল ১-০ গোলে কোতোয়ালি থানা দলকে হারিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম দক্ষিণ জোনের আওতায় ৮টি উপজেলা, উত্তর জোনের আওতায় ৭টি উপজেলা এবং মহানগর জোনের আওতায় থানা অঞ্চল ভিত্তিক ৬টি মিলিয়ে মোট ২১টি দল অংশগ্রহণ করছে। অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেও চট্টগ্রাম উত্তরে ৭টি ,দক্ষিণে ৮টি উপজেলা ও মহানগর পর্যায় থেকে থানা অঞ্চল ভিত্তিক ৬টি মিলিয়ে মোট ২১টি দল অংশগ্রহণ করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক এস এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, স্থানীয় সরকার উপপরিচালক মো.বদিউল আলম,চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম,এড.শাহীন আফতাবুর রেজা চৌধুরী, একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল,যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহি সদস্য হাসান মুরাদ বিপ্লবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বে অব বেঙ্গল নিউজ / BAY OF BENGAL NEWS

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ