বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনে পিসিআইইউ ছাত্রলীগের মিলাদ মাহফিলের আয়োজন
আজ ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (পিসিআইইউ) ছাত্রলীগ।
বৃহস্পতিবার(১৭ মার্চ) বাদ যোহর চট্টগ্রামের খুলশী এলাকার ডিজেল কলোনী জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে পিসিআইইউ ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছাত্রলীগ নেতা ও কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন ডিজেল কলোনী মসজিদের ইমাম।
এতে উপস্থিত ছিলেন পিসিআইইউ ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুলবুল অর্পন, সহ-সভাপতি রফিকুল ইসলাম রাফি, সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম রাজু, ছাত্রলীগ নেতা রিদুয়াব হোসেন অভি, জুয়েল রানা তাহিন, রায়হান, ইয়াসিন শুভ, ইমাম হোসেন আসিফ, জুনায়েদ হোসেন, তানভীর আহমেদ শান্ত, ইমরুল কায়েস অপু, ইয়াসিন শাওন, সুমন, এস আর ইউ রিয়াদ, এস আই শাকিব, রনি চাকমা, মাসুদ, ফয়সাল আহমেদ ফয়সাল ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মী ও স্থানীয় সাধারণ মুসল্লীগণ অংশ নেয়।