বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে এমইএস কলেজ ছাত্রলীগের মশাল মিছিল
২৪ ঘন্টার মধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের খুজে বের করুন কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করার প্রতিবাদে এবং ভাংচুরকারীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবীতে ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ নগরীতে মশাল মিছিল করেছে।
শনিবার রাত আটটায় নগরীর বাটাগল্লি থেকে এক মশাল মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিইসি সড়ক দ্বীপে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ২৪ ঘন্টার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের খুঁজে বের করুন, নয়তো ভাংচুরকারীদের খুঁজে বের করতে সময় লাগবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেনি, কোটি কোটি বঙ্গবন্ধুর সৈনিকদের হৃদয়ে আঘাত দিয়েছে। সবার হৃদয়কে রক্তাক্ত করেছে।
এ আঘাত কিছুতেই সহ্য হবে না। এ আঘাত মুক্তিযু্দ্ধের চেতনার উপর হয়েছে যে দুঃ সাহসিকতার পরিচয় মৌলবাদী গোষ্ঠী দিয়েছে তা কিছুতে মেনে নেব না।
সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, উপ-সম্পাদক এম এ হালিম মিতু, সহ-সম্পাদক এম হাসান আলী,সদস্য মামুনর রশিদ বাবু।
উক্ত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগনেতা সাইদুর রহমান শাকিল, শরিফুল আনাম জুয়েল, সৈয়দ আনিসুর রহমান, কামরুল ইসলাম রাসেল, জাহেদুল ইসলাম ইরাক,
এসময় উপস্থিত ছিলেন ইমাম উদ্দিন নয়ন, সুলতান মাহমুদ ফয়সাল, মো সালাউদ্দিন, সালাউদ্দিন বাবু, আনসার উল্লাহ সৌরভ, আরজু ইসলাম বাবু, ইমতিয়াজ মনি, কাজী মাহমুদুল হাসান রনি, রুবেল সরকার, ইমরান হোসেন,রবিউল ইসলাম খুখু, ইমান হোসেন ইমন, শাহদাত হোসেন হীরা, মাহাফুজ হোসেন, অর্পন চক্রবর্তী, আব্দুল হাকিম ফয়সাল, নুর উদ্দিন তুফান, জনি বড়ুয়া, মুজিবর রহমান, আবু সাইদ মুন্না, সালাউদ্দিন কাদের আর্জু, শেখ নিয়াজ উদ্দিন আহমেদ ফাহাদ, সাইফুল ইসলাম রাহাত, আওরাজ ভুইয়া রওনক, হাসান রোমেল, জাহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম সুমন,রাজু দাশ, লোকমান ফারহাদ, ফজলে রাব্বি, ফারুখ আহমেদ অপু,আবদুল মান্নান সানি,মহিউদ্দিন চৌধুরী মাহিন, রুদয়, ওমর গনি, জাবেদ রহিম মুন, ইউসুফ আলি বিপ্লব, বিপুল সরকার, সোরভ বড়ুয়া, শ্রাবণ বড়ুয়া, নুরুল আবসার রাফি, ইমরান হায়দার , আবুল হাসনাত ইফাদ, মো রায়হান উদ্দিন ইশান, মেহেদি হাসান মিটু,
এ কে নাঈম, ফয়সাল সাঈদ, তোজাম্মেল খান ফিরোজ, সুহ্রদ বড়ুয়া শুভ,কাজী মোহাম্মদ আলভী, সুদিপ্ত পাল চার্লি, এম সাজ্জাদ হোসেন রিয়াদ, মাহফুজ রহমান শাহিন, ফজলুল্লাহ মাসুম, মিশু শীল, মো আলিফ হোসেন, সাকাওয়াত রাফি, হাসান তারেক সায়েম, রায়হান মিয়াজি, নিলয় সুকুল অনিক, মো রাব্বি, মো বাদশা, মো শাহাদাত হোসেন, মো ফাহিম শাহ, সাহেদ আবরার, প্রমুখ।
প্রসঙ্গত, ছাত্র নেতারা এমন নিন্দনীয় কর্মকাণ্ডের সাথে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news