প্রেসিডেন্ট প্রার্থী ‘গাদ্দাফিপুত্র’ মনোনয়ন জমা
লিবিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিলেন দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফআল ইসলাম।
গতকাল ১৪ নভেম্বর রোজ রবিবার দক্ষিণ সেবহার নির্বাচন কার্যালয়ে জনসমক্ষে প্রায় এক দশক পর মনোনয়ন পত্র জমা দেন গাদ্দাফিরপুত্র।
সংঘাতকবলিত লিবিয়ায় আগামী ২৪ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে,রাজনীতিতে বিভক্তির কারণে নির্ধারিত সময়েভোট নিয়ে শঙ্কা রয়েছে অনেকের। তবে সাইফ আল ইসলামের দাবি করেছেন, তার বাবা গাদ্দাফির বিদায়ের পর লিবিয়ায় যে বিশৃঙ্খলা দেখাদিয়েছে তা দূর করতেই প্রেসিডেন্ট হতে চান তিনি।
লন্ডনে লেখাপড়া করা সাইফকেই একসময় গাদ্দাফির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। তবে ২০১১ সালে বিদ্রোহের মধ্যে বাবা প্রাণহারানোর পর আত্মগোপনে যান তিনি। নাইজারে পালানোর সময় ধরা পড়েন বিদ্রোহীদের হাতে। তিনি বেঁচে আছেন কি-না তা নিয়েওধোঁয়াশা ছিলো দীর্ঘদিন।