প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা দুই যুবকের পেটে!!
চট্টগ্রাম থেকে লাহিড়ীগামী শ্যামলী পরিবহনের ওই দুই যাত্রীর পেটে তিন হজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁওয়ে পাচারের উদ্দেশ্যে দুই যুবক ইয়াবা নিয়ে যাওয়ার পথে গোপনসুত্রের ভিত্তিতে অভিযান চালয়ে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা যথাক্রমে- বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের ঝিকরা বেলসারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে মিজানুর রহমান (৩৮) এবং আনসারুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৪)।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল হক প্রধান বলেন, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়েছ। পরে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তথ্য। তারা জানায়, পায়ুপথে গত সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রামে বিশেষ কায়দায় একজনের পেটে তিনটি এবং আরেক জনের পেটে চারটি মোট সাতটি পটলা রাখা হয়। পরে তাদের ডাক্তারি পরীক্ষার পর ওষুধ খাওয়ানোর পর মল ত্যাগের মাধ্যমে সাতটি পটলা বেরিয়ে আসে। ওই পটলা থেকে তিন হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরো জানান, পরে তাদের মাদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।
বিবিএন / স্টাফ রিপোর্টার।