নারীদের সমান অধিকার নিশ্চিত করেছে সরকারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ক্ষেত্রে নারী-পুরুষ সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।
৯ ডিসেম্বর (বুধবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এ বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে পাঁচ নারীকে রোকেয়া পদক দেয়া হয়।
নানা প্রতিকূলতা মাড়িয়ে সমাজে নারীদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে আজীবন কাজ করে গেছেন মহীয়সী নারী বেগম রোকেয়া। তাঁর অবদান স্মরণে ১৯৯৬ সাল থেকে প্রতি বছর পালন করা হচ্ছে বেগম রোকেয়া দিবস।
সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে এ বছরের আয়োজনের শুরুতেই নারী শিক্ষা, উন্নয়ন ও ক্ষমতায়নে ভুমিকা রাখায় পাঁচ জনকে দেয়া হয় বেগম রোকেয়া পদক।
পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে সমাজে নারী অধিকার এখন সুরক্ষিত। গড়ে উঠেছে তৃণমূল থেকে নারী নেতৃত্ব।
শেখ হাসিনা বলেন, সকল কর্মক্ষেত্রে নারীদের সমান অধিকার নিশ্চিত করেছে সরকার। এ উদ্যোগের ফলেই এগিয়ে যাচ্ছে দেশ।
সু-বিস্তৃত কর্মক্ষেত্রের সুযোগ কাজে লাগিয়ে নারীরা দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news / bbn / বিবিএন