প্রতারণার মামলায় সাজার রায় ঘোষণা
চট্টগ্রামে প্রতারণার মামলায় আসামী পরিমল দাশ (৫৫) পিতা:মৃত অমিয় গোপাল দাশ, মাতা: মৃত মল্লিকা রাণী দাশ, গ্রাম: হাবিলাসদ্বীপ, ৭নং ওয়ার্ড, ফণী মাস্টারের বাড়ী, থানা: পটিয়া, জেলা, চট্টগ্রাম এর বিরুদ্ধে বিজ্ঞ মহানগর হাকিম ৬ষ্ঠ আদালত,চট্টগ্রাম – জনাব কাজী শরীফুল ইসলাম মহোদয় এর আদালতে যাহার সি.আর মামলা নং ২৮৯/১৭ (কোতোয়ালী)।
বিগত ০৭.০৬.২০২৩ ইং তারিখ প্রকাশ্যে রায় ঘোষণা করেন। উক্ত মামলায় আসামী পরিমল দাশ কে দন্ডবিধি ৪২০ ধারামতে প্রতারণার অভিযোগে দোষি সাব্যস্থ করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাননীয় আদালত ১(এক) বছরের কারাদণ্ড এবং ৫০০০/-(পাঁচ হাজার টাকা) অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাস কারাদন্ডের আদেশ প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী উক্ত সাজার বিষয়ে নিশ্চিত করেন।