চট্টগ্রাম

পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরীর কল্পলোক আবাসিক এলাকার এম কায়সারের বিল্ডিংয়ে পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩
পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩
রোববার ( ৯ মে) চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ রাইসুল ইসলাম বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রিয়াদ করিম (৩১), মো. ওসমান (২৮) ও  মো. রায়হান (২০)।

বাকলিয়া অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীন জানান, কল্পলোক আবাসিকের এক বাসায় অনৈতিক কাজ চলছে এমন অভিযোগ তুলে পুলিশ পরিচয়ে বাড়ির মালিককে মারধর করেন তিন যুবক।

মামলার ভয় দেখিয়ে বাড়ির মালিক থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। চাঁদা না দিলে থানায় নিয়ে মামলা দেওয়ার হুমকি দেন তারা।

টাকা আদায়ে চাপাচাপির করলে এক আত্মীয়ের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৫ হাজার টাকা আদায় করেন ওই তিন যুবক।

তিনি জানান, গ্রেফতারকৃত তিন জনের আচরণে পুলিশ নয় মনে হলে কৌশলে পুলিশকে খবর দেন তিনি। ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেফতার করে পু্লিশ।

চাঁদাবাজির মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ