সকল সংবাদ

পীর হাবিবুর রহমানের এপার্টমেন্টে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরা এপার্টমেন্ট হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

পীর হাবিবুর রহমানের এপার্টমেন্টে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ
চিত্র: সংগৃহীত।

২৩ অক্টোবর শুক্রবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের পক্ষে ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার ও গুজব থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় বর্বরোচিত হামলা করা হয়েছে। এছাড়া হামলায় জড়িতদের গ্রেফতারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন সঠিক তদন্ত সাপেক্ষে হামলাকারীদের অতিশীঘ্রই গ্রেফতার করা হবে।

উল্লেখ্য তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ / Bay of Bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ