পিটিয়ে পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ
ঢাকার আদাবরে “মাইন্ড এইড” নামক একটি হাসপাতালে আনিসুল করিম নামে পুলিশের এক কর্মকর্তা কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত আনিসুল করিম বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের পদে কর্মরত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। আনিসুল করিম ৩১তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।
এদিকে এ সংক্রান্ত একটি সিসি ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন লোক আনিসুল কে টেনে হিঁচড়ে একটি রুমে ঢোকাচ্ছেন। এরপর তাকে শরীরের উপর উঠে হাঁত পা চেপে ধরতে এবং কয়েকজনকে কিল ঘুষি মারতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে তিনি অজ্ঞান হয়ে আক্রমণকারীরা তার মুখে পানি দেয় এবং পানি দিয়ে মেঝেতে কিছু একটা পরিষ্কার করে। এপ্রোন পরিহিত দুজন নারীকে আনিসুলের বুকে পাঞ্চ করতেও দেখা যায়।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, উচ্ছৃঙ্খল আচরণ করলে হাসপাতালের লোকজন তাকে শান্ত করার চেষ্টা করেন। এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে যান।
তবে পরিবারের দাবি, তাকে মারধর করে হত্যা করা হয়েছে। আনিসুল করিমের রেজাউল করিম বলেন, ‘আমার ভাইয়ের উচ্চ রক্তচাপ ও হৃদরোগজনিত সমস্যা থাকলেও তা তেমন গুরুতর ছিল না। হাসপাতালের লোকদের শারীরিক আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
এছাড়া ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ বলেন, ‘মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম নিহতের ঘটনাটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন। এই হাসপাতালের স্বাস্থ্য অধিদফতরের কোনও অনুমোদন নেই, চিকিৎসকও নেই। কয়েকজন রোগী রয়েছে, তারা চলে যাওয়ার পর আমরা হাসপাতালটি সিলগালা করে দেবো। আমরা ইতোমধ্যে হাসপাতালের মার্কেটিং ম্যানেজার সহ ১০ জনকে গ্রেফতার করেছি। তাদের আদালতে পাঠানো হয়েছে।’
এমসি / বে অব বেঙ্গল নিউজ / Bay of Bengal news