সারাদেশ

পাবনায় দুই যুবলীগ নেতা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

পাবনায় দুই যুবলীগ নেতাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।   
পাবনায় দুই যুবলীগ নেতা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার
পাবনায় দুই যুবলীগ নেতা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমল শেখ (৩৫) ও মো. রাজ আহম্মেদ রনি (৪০)।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে (ডিবি অফিস চত্বরে) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান বিপিএম রাতের অভিযানের তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর এলাকার ছোট শালগাড়িয়া মহল্লায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।

সেখানে গিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি মো. আজমল শেখকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ হতে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় একই স্থানে আরও একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

সেখান থেকে এই অবৈধ গোপন কোম্পানির মালিক মৃত. আফজাল হোসেনের ছেলে মো. রাজ আহম্মেদ রনিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় আজমল শেখের নামে অবৈধ অস্ত্র আইনে ও রাজ আহমেদ রনির নকল যৌন উত্তেজক সিরাপ তৈরির অভিযোগে ডিবি পুলিশের উপ-পরিদর্শক অসিত কুমার ও সাগর কুমার সাহা বাদী হয়ে মামলা করেছেন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান, ডিবি ওসি মো. আব্দুল হান্নান, ডিবি পুলিশ পরিদর্শক জিন্নাত সরকার। 

এ ব্যাপারে পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি বলেন, যুবলীগের নাম ভাগিয়ে কেউ সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 
বে অব বেঙ্গল নিউজ / Bay of bengal news

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ