পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলি, নিহত ৫…
পাকিস্তান সীমান্ত পার করে ভারতে প্রবেশের চেষ্টা সময় বিএসএফের গুলিতে পাঁচজন মারা গেছেন। ভারতের পাঞ্জাব সীমান্তে শনিবার সকালে এই ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের তরন তারনের কাছে ডাল বর্ডার আউটপোস্ট দিয়ে ওই অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল । তখন বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। মৃতদের কাছ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।
বিএসএফের এক টুইট বার্তায় জানায়, ভোরে সন্দেহভাজন কিছু লোকজনকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফের ১০৩ নম্বর ব্যাটেলিয়ন। এরপরই আত্মরক্ষার স্বার্থে গুলি চালানো হয়। পাঁচ অনুপ্রবেশকারীকে মারা হয়েছে।