পাকিস্তানের পেশোয়ারের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে নিহত ৭,আহত ৭০ জন…
পাকিস্তানের পেশোয়ারের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৭০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসায় ক্লাস চলাকালে বিস্ফেরণ ঘটেছে। অজ্ঞাত কোনও ব্যক্তি সেখানে বিস্ফোরকভর্তি প্লাস্টিকের ব্যাগটি রেখে যান।সেই ব্যাগটি থেকেই বিস্ফারণের ঘটনা ঘটে। তবে সেখানে ওই ব্যাক্তি কী ভাবে ঢুকলেন, তা জানা যায়নি। বিস্ফোরণের জন্য শক্তিশালী আইইডি ব্যবহার করা হয়েছে। অন্তত ৫ কেজি বিস্ফোরক ব্যাগে ছিল বলে ধারণা করা হচ্ছে।
তবে, এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বেশিরভাগই মাদরাসাটির শিক্ষার্থী ছিল।
হাসপাতালের পরিচালক তারিক বুরকি জানান, নিহতদের মধ্যে চার শিশু রয়েছে।
স্থানীয় লেডি রিডিং হাসপাতালের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে দির কলোনির একটি মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত ৭০ জনকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসি/বে অব বেঙ্গল নিউজ/স্টাফ রিপোর্টার।