পলিথিন খালের মধ্যে ফেললে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবেঃ প্রশাসক সুজন
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে খাল এবং নালা পরিষ্কার কর্মসূচীর অংশ হিসেবে ইপিজেড থানার আকমল আলী রোড সংলগ্ন সৈকত খাল পরিষ্কার কর্মসূচীর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
আজ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওর্য়াডস্থ মধ্যম হালিশহর আকমল আলী রোডের সৈকত খালের জমে থাকা ময়লা,আর্বজনা,পলিথিন, পরিস্কারের কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক খোরশেদ আলম সুজন। এসময় তিনি বলেন,’পলিথিন খালের মধ্যে ফেললে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসময় তিনি নিজে খাল থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করে নগরবাসীকে খাল পরিষ্কার রাখার বার্তা দেন। তিনি মাইকিং করে খালে বাড়ির ময়লা-আবর্জনা খালে ফেলে খালকে ধ্বংস করা থেকে বিরত থাকার জন্য বার বার আহ্বান জানান।আকমল আলী রোড সংলগ্ন সৈকত খাল পরিষ্কার কর্মসূচীর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন আরো বলেন, নগরীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে খাল এবং নালা পরিষ্কার রাখতে হবে।
বে অব বেঙ্গল নিউজ /BAY OF BENGAL NEWS