সকল সংবাদ

পবিত্র আশুরায় হচ্ছেনা তাজিয়া মিছিল…

পবিত্র আশুরায় হচ্ছেনা তাজিয়া মিছিল...
ছবিঃ তাজিয়া মিছিল (সংগৃহীত)

আগামী রোববার ৩০ শে আগস্ট আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীতে সব ধরনের তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিত এ তথ্য জানানো হয়।

পবিত্র আশুরায় হচ্ছেনা তাজিয়া মিছিল...

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের কারণে বর্তমান পরিস্থিতিতে ঢাকা মহানগরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ইমামবাড়াগুলোয় ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই আদেশ আশুরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

প্রতিবেদক/বিবিএন

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *