নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনের তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই
নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় উক্ত মামলার তিন আসামীকে নিয়ে বেগমগঞ্জের ঘটনাস্থলটি পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মামলার সঠিক তদন্তের স্বার্থে ১০ অক্টোবর শনিবার সকালে তাদের সাথে নিয়ে বেগমগঞ্জের জয় কৃষ্ণপুর গ্রামে যায় পিবিআই এর একটি দল। এসময় তারা নিকটবর্তী বাসিন্দাদের সাথে কথা বলেন ।একই সাথে ২ সেপ্টেম্বর প্রকৃতপক্ষে কি ঘটেছিল সে বিষয়ে খোঁজ নেন তারা।
এর আগে মামলার তদন্ত করছিল পুলিশ তবে মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় মামলার দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কে (পিবিআই)।
ওয়াইএইচ / বে অব বেঙ্গল নিউজ।