নাছিরকে নিয়েই রেজাউলের চসিক নির্বাচনের প্রচারণা
আজ শুক্রবার (৮ জানুয়ারি) থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সাথে নিয়ে চসিক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।
বাদ জুমা শাহ আমানত মাজার জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য সামশুল আলমসহ দলীয় নেতাকর্মীরা।
প্রচারণায় আ জ ম নাছির উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমকে বিজয়ী করতে আমাদেরকে সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে। নগরের উন্নয়ন চাইলে আওয়ামী লীগের প্রার্থীকেই বিজয়ী করতে হবে।
রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের অগ্রযাত্রাকে অধিকতর মসৃণ ও গতিশীল করতে আমি আমার দলীয় প্রতীক নৌকায় আপনাদের ভোট প্রত্যাশা করছি।’
নগরীর এক নাম্বার দক্ষিণ পাহাড়তলী, দুই নাম্বার জালালাবাদ ও তিন নাম্বার পাঁচলাইশ ওয়ার্ডে গণসংযোগ করেন।
বে অব বেঙ্গল নিউজ /BAY OF BENGAL NEWS