নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মারা গেছে ১১জন,বাকিদের অবস্থা আশংকাজনক…
শনিবার (০৫ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায়
এ পর্যন্ত শিশু ও মুয়াজ্জিনসহ ১১ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিদের নাম – রিফাত, জোবায়ের, হুমায়ন কবির, মোস্তফা কামাল, ইব্রাহিম, সাব্বির, দেলোয়ার হোসেন, জামাল, জুয়েল, জুনায়েদ, কুদ্দুস বেপারী।
এর আগে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে প্রায় ৪০ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইতিমধ্যে এ ঘটনায় ১১ জন মারা গেছেন,তবে বাকী দের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। কারণ বিস্ফোরণে দগ্ধদের শরীরের ৬০-৭০ শতাংশ বা তারও বেশী অংশ পুড়ে গিয়েছে।
স্থানীয়রা জানান,মসজিদের পাশে গ্যাসের লিকেজ থাকার কারণে ৫ বার অভিযোগ করার পরে ও মেরামত করে নি সংশিষ্ট কর্তৃপক্ষ। যার কারণে এত বড় দুর্ঘটনা হয়েছে।
এসি/বিবিএন /স্টাফ রিপোর্টার।