নলছিটিতে অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে নামাজ
ঝালকাঠির নলছিটিতে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে নামাজ আদায় করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা এ নামাজ আদায় করেন।
নলছিটিতে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম ও নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন।
তিনি বলেন, বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও ঝালকাঠির কোনো এলাকায় বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদনে সমস্যা হচ্ছে।
প্রচণ্ড গরমে এখানকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এ নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে।
মুসল্লিরা জানান, অনাবৃষ্টিতে ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন।
এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা হয়।