চট্টগ্রামসকল সংবাদ

নগরীতে ৫.৩ মাত্রায় ভূমিকম্প

নগরীতে ৫.৩ মাত্রায় ভূমিকম্প
ছবিঃ প্রতীকী (ভূমিকম্প)

চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চল এবং ভারতের মিজোরাম রাজ্য ও মিয়ানমারের সীমান্ত এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক ও আবহাওয়াবিদ মুহা. আছাদুর রহমান বলেন, ‘ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। বাংলাদেশ-ভারতের মিজোরাম সীমান্ত এলাকা ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৮ মিনিট ১৫ সেকেন্ডে মিজোরামের আইজল জেলার উত্তর বানলাইফাই শহর থেকে ১৭ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ বিভাগের ভূকম্পন পর্যবেক্ষণের তাৎক্ষণিক তথ্যে দেখা যায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের ফলে কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা যায়, ভূমিকম্পের উৎস ছিল ভারতের মিজোরামের দক্ষিণ কাউবাং থেকে মাত্র ৪ কিলোমিটার গভীরে এবং বানলাইফাই শহর থেকে ১৭ কিলোমিটার দূরে। ওই এলাকার অবস্থান চট্টগ্রাম থেকে ১৭১ কিলোমিটার। চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিবিএন

বে অব বেঙ্গল নিউজ - Bay of Bengal News

বে অব বেঙ্গল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *